
প্রকাশিত: Tue, Feb 13, 2024 11:14 AM আপডেট: Tue, Jul 1, 2025 8:50 PM
[১]আড়াই বছর করে প্রধানমন্ত্রী থাকার শর্তে পাকিস্তানে জোট সরকার গঠনে নওয়াজ-বিলাওয়াল সমঝোতা!
ইমরুল শাহেদ: [২] জিওনিউজের প্রতিবেদনে বলা হয়েছে, জোট সরকার গঠনের জন্য রোববার রাতে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) ও পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) মধ্যে যে বৈঠক অনুষ্ঠিত হয় তাতে কেন্দ্রের জন্য এই সমঝোতা হয়।
[৩] ক্ষমতা ভাগাভাগির এই পদ্ধতি ২০১৩ সালে বেলুচিস্তান প্রদেশে সরকার গঠন করার সময় ব্যবহার করা হয়েছিল। সেখানে পিএমএল-এন এবং ন্যাশনাল পার্টির (এনপি) মুখ্যমন্ত্রীরা আড়াই বছর করে ক্ষমতা ভাগ করে জোট করেছিলো।
[৪] রোববার বিলওয়াল ভূট্টোর লাহোরের বাসভবনে দেশের রাজনৈতিক স্থিতিশীলতার কথা মনে রেখে দু’দলই নীতিগতভাবে এই সমঝোতায় পৌঁছেছে। বৈঠকে উপস্থিত ছিলেন পিপিপির বিলওয়াল ভূট্টো ও আসিফ আলী জারদারি এবং পিএমএল-এনের শাহবাজ শরীফ।
[৫] এবারের নির্বাচনের আগে ধারণা করা হয়েছিল, নওয়াজ শরীফের দল একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে এবং তিনি প্রধানমন্ত্রী হবেন।
[৬] এরপর যখন নির্বাচনের ফলাফল প্রকাশ হওয়া শুরু করে তখন নওয়াজ শরীফ জানান তারা জোট গঠন করে সরকার গঠন করবেন। এরই অংশ হিসেবে পিপিপির সঙ্গে যোগাযোগ করেছিল তারা।
[৭] তবে পিপিপির কাছ থেকে শর্ত দেওয়া হয়; জোট গঠন করে ক্ষমতায় আসতে চাইলে বিলাওয়াল ভুট্টোকে প্রধানমন্ত্রী বানাতে হবে। কিন্তু নওয়াজের দল এই শর্ত মেনে নেয়নি। পিপিপিকেও যখন বশে আনা যাচ্ছে না; তখন ক্ষমতা ভাগাভাগি করে নেওয়ার বিষয়টি বিবেচনায়।
[৮] প্রধানমন্ত্রীর পদ ছাড়াও পিপিপি এবং পিএমএল-এন অন্যান্য বিষয় নিয়ে বিষদ আলোচনা করেছেন বলে জানা গেছে। সম্পাদনা: ইকবাল খান
আরও সংবাদ
[১]ড. ইউনূসকে তারেক রহমানের কথায় না চলার অনুরোধ ভারতীয় সাংবাদিকের
[১]বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন: মুখপাত্র ডুজাররিক
[১]বাংলাদেশে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল
[১]স্বর্ণপদক জিতে অলিম্পিক সাঁতারে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার টিটমাস
[১] গাজা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে কমলা হ্যারিস বললেন, যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে
[১] বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী সে দেশের অভ্যন্তরীণ বিষয়: ভারত

[১]ড. ইউনূসকে তারেক রহমানের কথায় না চলার অনুরোধ ভারতীয় সাংবাদিকের

[১]বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন: মুখপাত্র ডুজাররিক

[১]বাংলাদেশে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল

[১]স্বর্ণপদক জিতে অলিম্পিক সাঁতারে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার টিটমাস

[১] গাজা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে কমলা হ্যারিস বললেন, যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে
